
অধ্যক্ষ:(ভারপ্রাপ্ত) ড. মোঃ আহসানুজ্জামান
আধুনিক তথ্য প্রযুক্তির অগ্রসরমান ব্যবহারে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই । এই কলেজে সেদিকে লক্ষ্য রেখে ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য শ্রেণিকক্ষে উন্নত পাঠদান এবং মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠ্যক্রমকে আকর্ষণীয় ও চিত্তাকর্ষক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে তথ্যসমূহ নিয়মিত শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করা হচ্ছে। ইত্যেমধ্যে এবছর কলেজ ওয়েবসাইটকে অটোমেশন করে ভর্তিসহ সকল কার্যক্রম সম্পূর্ণ অনলাইন নির্ভর করা হয়েছে । সর্বোপরি এই কলেজের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকগণ ও কর্মকর্তা/কর্মচারিবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির শ্রীবৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি ।