বিএনসিসি
১৯৭৯ সালে বিএসিসি আব্দুলপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে ছাত্রদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক নেতৃত্বদানে সদা প্রস্তুত করনে বিএনসিসি ভুমিকা অনস্বীকার্য। প্রতি বছর ক্যাডেট ভর্তি নীতিমালা অনুসরণ করে উচ্চমাধ্যমিক ছাত্রদের মধ্য থেকে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা ও মৌখিক সাক্ষাকার গ্রহণের মাধ্যমে এবং অন্যান্য কো-কারিকুলাম কার্যক্রমে পারদশীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পরবর্তীতে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে ৩৫বিএনসিসি ব্যাটালিয়নের সম্মানিত এ্যাডজুটেন্ট মহোদয় নিজে উপস্থিত থেকে যোগ্য এবং চৌকস ক্যাডেট নির্বাচন করেন। নির্বাচিত ক্যাডেটদেরকে নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্লাটুন অধিনায়ক, অন্যান্য পিইউও গণ, সামরিক প্রশিক্ষক, সিনিয়র ক্যাডেটরা উপস্থিত থাকেন। কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় সাপ্তাহিক প্রশিক্ষণ কার্যক্রম সরাসরি তদারকি করে থাকেন। বর্তমানে ১টি প্লাট‚ন ও ৩১ জন ক্যাডেট নিয়ে বিএনসিসি পরিচালিত হচ্ছে।প্লাটুনের দায়িত্বপ্রাপ্ত প্লাটুন কমান্ডার পিইউ জিএম শাকুর।এছাড়া জনাব হাসেম আলী ও ইমামুল মোত্তাকিন পিইউ হিসাবে অত্র প্লাটুনে যুক্ত আছেন।