উপাধ্যক্ষ মহোদয়ের বাণী
মেধা ও মননে আধুনিক এবং চিন্তা-চেতনায় অগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌছে দিতে পারে। নৈতিক মূল্যবোধ, জাতীয় ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য যুগোপযোগী ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষা এখন সময়ের দাবী। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা সুনিশ্চিতকরণের লক্ষ্যে বস্তুনিষ্ঠ সিলেবাস ও কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের প্রসপেক্টাস ও ওয়েবসাইট তাৎপর্যপূর্ণ ভূমিক পালন করে। একটি যুগোপযোগী ওয়েবসাইট প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষসমূহের নিকট প্রতিষ্ঠানটিকে পরিচিত করে তোলে এবং যোগসুত্র স্থাপন করে। তাই র্বতমান কলেজ প্রশাসন কলেজ ওয়েবসাইট উন্নয়ন ও চালু করণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্য বাস্তবায়নে চৌকস শিক্ষক- র্কমর্কতাগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন। উক্ত কমিটি তাঁদের সৃজনশীলতা, পরিকল্পনা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কলেজ ওয়েবসাইটটি উন্নয়ন ও চালু করেন। পরিশেষে কলেজ ওয়েবসাইট উন্নয়ন কমিটিসহ আব্দুলপুর সরকারি কলেজ-এর শিক্ষা পরিবারের সকলকে জানাই আন্তরিক অভিন্দন ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছান্তে
উপাধ্যক্ষ
আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর