Honours (অনার্স): 

শিক্ষার উচ্চতর বিকাশ সাধনে অত্র প্রতিষ্ঠানে ২০১২ সাল থেকে অনার্স কোর্স চালু করা হয়। তারই ধারাবাহিকতায় জাতীয়  বিশ্ববিদ্যালয়ের  অধীনে কলেজটিতে বর্তমানে ০৮টি বিষয়ে: যথা- বাংলা (২০১১-২০১২), অর্থনীতি (২০১৩-২০১৪), প্রাণিবিদ্যা (২০১৪-২০১৫), ব্যবস্থাপনা (২০১৬-২০১৭), হিসাববিজ্ঞান (২০১৬-২০১৭), দর্শন (২০১৭-২০১৮), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২০১৭-২০১৮) ও রাষ্ট্রবিজ্ঞান (২০১৭-২০১৮) অনার্স কোর্স চালু আছে। শিক্ষার্থীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে উদ্ভিদবিদ্যা এবং ভূগোল বিষয়ে অনার্স খোলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আসন সংখ্যা :

বর্তমানে অনার্স বিষয়গুলোতে আসন সংখ্যা- ৬৯৫টি। বিষয় ভিত্তিক আসন সংখ্যা:

বিষয় আসন সংখ্যা
বাংলা ১০৫
অর্থনীতি ১১৫
প্রাণিবিদ্যা ১৩০
ব্যবস্থাপনা ৯৫
হিসাববিজ্ঞান ১০০
দর্শন ৫০
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫০
রাষ্ট্রবিজ্ঞান ৫০

অনার্স কোর্সে ভর্তির যোগ্যতা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস কোর্সের রেগুলেশন: লিংক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্নাস কোর্সের প্রমোশন রেগুলেশন: লিংক