আব্দুলপুর সরকারি কলেজ, নাটোর-এর প্রতীক পরিচিতি

আব্দুলপুর সরকারি কলেজের প্রতীকটি গোলাকার। এর মাঝখানে রয়েছে একাটি উন্মুক্ত গ্রন্থ যা জ্ঞানের প্রতীক। একটি প্রদীপ শিখা আলোকিত মানুষের প্রতীক। এর উপরে “পড় তোমার প্রভূর নামে” লেখার মাধ্যমে মহান সৃষ্ঠিকর্তকে স্মরণ করা হয়েছে। যার করুনা ব্যাতিত জ্ঞান লাভ করা এবং আলোকিত মানুষ হওয়া অসম্ভব। দুটি তারকা আলোকিত মানুষের কর্মের প্রতীক। ভিতর থেকে বাহিরের বৃত্ত দুটি যথাক্রমে বিশিষ্টতা ও বিশ্বজনীনতার প্রতীক। প্রতীকটিতে আকাশী ও সাদা দুই ধরনের রং ব্যবহার করা হয়েছে। আকাশী রং মৌলিকতা, উদারতা ও সীমাহীনতার প্রতীক। সাদা রং শুভ্রতা, সচ্ছতা ও সততার প্রতীক।