- শিক্ষা কার্যক্রম: কলেজটি ১৯৬৮ সালে ১লা জুলাই থেকে শুধুমাত্র উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৯৭৪ সালে স্নাতক (বিএ ও বিকম) এবং ১৯৭৮ সালে স্নাতক (বিএসসি) চালু হয়। শিক্ষার উচ্চতর বিকাশ সাধনে অত্র প্রতিষ্ঠানে ২০১২ সাল থেকে অনার্স কোর্স চালু করা হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় বশ্বিবদ্যিালয়রে অধীনে কলেজটিতে বর্তমানে ০৮টি বিষয়ে: যথা- বাংলা (২০১১-২০১২), অর্থনীতি (২০১৩-২০১৪), প্রাণিবিদ্যা (২০১৪-২০১৫), ব্যবস্থাপনা (২০১৬-২০১৭), হিসাববিজ্ঞান (২০১৬-২০১৭), দর্শন (২০১৭-২০১৮), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (২০১৭-২০১৮) ও রাষ্ট্রবিজ্ঞান (২০১৭-২০১৮) অনার্স কোর্স চালু আছে। সম্মান, স্নাতক(পাশ) এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে সর্বমোট প্রায় ৩০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। বর্তমানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় পাঠদানে কর্মরত রয়েছেন ৩০ জন শিক্ষক (মোট সৃষ্টপদ ৫১ শূণ্যপদ ২২)। বর্তমান কলেজে প্রশাসন শিক্ষার অনুকূল পরিবেশ তৈরী ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। সে লক্ষ্যে কলেজটিতে একটি আইসিটি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাশের মাধ্যমে পাঠ্যপুস্তকের কঠিন পাঠগুলোকে সহজবোধ্য ও চিত্তাকর্ষক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- লাইব্রেরি: আব্দুলপুর সরকারি কলজেে একটি সমৃদ্ধ লাইব্রেরি আছ। উচ্চ মাধ্যমকি, ডিগ্রি পাশ কোর্স ও সম্মান স্প্য়শ্রেণীর দশ সহস্রাধিক বই, জার্নাল ও সাময়িকী রয়েছে। প্রতিদিন ক্লাসের সময়কাল র্পযন্ত লাইব্রেরিটি শিক্ষক – শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাক। লাইব্রেরি বইয়ের তালিকাঃ লিংক ফাইল
- ছাত্রাবাস
- খেলার মাঠ
- সাইকেল গ্যারেজ
- শিক্ষার্থীদের কমন রুম
- ICT ল্যাব
- হারবেরিয়াম
- বিজ্ঞান ক্লাব
- বি এন সি সি
- রোভার স্কাউট
- রেড ক্রিসেন্ট
- শেখ রাসেল দেয়ালিকাঃ শিক্ষার্থীদের মাঝে শিল্প ইতিহাসের প্রতি সুপ্ত প্রতিভাকে বিকশিত করা ও এর চর্চা কে উৎসাহিত করার জন্য র্বতমান অধ্যক্ষ শেখ রাসেল দেয়ালিকা প্রতিষ্ঠা করেছেন।
- উন্মুক্ত মঞ্চ
- শহীদ মিনার